নগরে ২৪ ঘণ্টায় আরও ২১ আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে হামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরো ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও দণ্ডবিধি আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

ধৃতরা হলেন নূর মোহাম্মদ, আবদুল আলী বাদশা, মো. রাসেল, মো. মোশারফ হোসেন, রানা কান্তি দেব, মো. সাগর মিয়া, মাসুমুর রহমান, মো. আবদুল মাবুদ লেদু, মো. শাওন আহমেদ, সুমন দাশ, মো. সোলাইমান, মো. ফারুক, মো. আসলাম, মো. আবুল কালাম রাজন, মো. জুয়েল, ইশা আক্তার, মো. মিজানুর রহমান, মো. আলমগীর, মো. ইব্রাহিম, মো. জাহিদুল ইসলাম ইমন ও আহম্মদ নুর।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ‘ভুল’ চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ