নগরে ২৩ লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ৪

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

নগরীতে ইয়াবা উদ্ধারের পৃথক ঘটনায় রোহিঙ্গা যুবকসহ চারজনকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয়েছে ৮ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষাধিক টাকা। গতকাল রোববার কাজীর দেউড়ি, কেসি দে রোড ও পাহাড়তলী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, কাজীর দেউড়ি এলাকায় এস এ পরিবহনের সামনে মিলন আলীকে (৩৬) ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তি চুয়াডাঙ্গা মাধবপুর ইউনিয়নের কাটাপোল গ্রামের আকবর আলীর ছেলে। একই দিন কেসি দে রোড এলাকায় সালামত (২৬) নামে এক রোহিঙ্গা যুবকের কাছ থেকে ৩ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজননেতা এম এ আজিজের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদেশের চলমান উন্নয়নে প্রকৌশলী সমাজের অবদান গুরুত্বপূর্ণ