ভারতীয় সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশবিরোধী অপপ্রচার বন্ধের দাবিতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে যাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখা। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার এই কর্মসূচি পালন করা হয়। খবর বিডিনিউজের।
সমাবেশে দেওয়া বক্তব্যের শেষ দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেন, আমাদেরকে সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে। যেহেতু ইতোমধ্যে প্রমাণিত হয়েছে, ভারত বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে। সেজন্য আমাদের হেফাজতে ইসলামের চট্টগ্রামের ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাদের সাথে পরামর্শ করে ঘোষণা দিচ্ছি, আগামী সোমবার সকাল ১১টায় বাংলাদেশের চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে আমাদের লং মার্চ হবে ইনশাল্লাহ। উনাদেরকে বলে দিতে চাই, আমাদের সেই সমাবেশ শান্তিপূর্ণ হবে। ওই সমাবেশে আপনারা কোনো রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এবং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমাদের পক্ষ থেকে টোকাও পড়বে না। আমরা ভারতীয় মিশনে কোনো একটা পাটকেলও নিক্ষেপ করব না।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আরেক কেন্দ্রীয় নেতা সংগঠনের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস বলেন, সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সোমবারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। মুফতি হারুন ইজহার বলেন, কেন আপনারা ইসকন ইসকন করছেন? শুধু ইসকন নয়, আরও সংগঠন রয়েছে। সনাতনী জাগরণী পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ– এগুলোও সমানভাবে ইসকনের মত সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন। এগুলোকেও নিষিদ্ধ করতে হবে। আমাদের মূল লড়াই কিন্তু বাংলাদেশের হিন্দুদের সাথে নয়। এমনকি আমাদের মূল লড়াই বাংলাদেশের ইসকনসহ সনাতনী মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এদের সাথেও নয়। আমি গত দুইদিন আগেও ফেসবুক স্ট্যাটাসেও বলেছি– সাপের লেজ চট্টগ্রামে–ঢাকা, সাপের মাথা দিল্লিতে। আমাদের লড়াই দিল্লির সাথে।