পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাসব্যাপী চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার ২৮ তম দিনেও রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছেন।
শনিবার নগরীর ২৩নং পাঠানতুলি ওয়ার্ডের অন্তর্গত বায়তুর শরফ মাদ্রাসা প্রাঙ্গনে তিন শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কমসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মো. ইরফানুল হক বাপ্পি, আখতারুজ্জামান সুজন, সাজ্জাদ, বায়তুশ শরফ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী রেজা রানা, রাশেদুল হাসান পাপ্পু, রাকিব, হাসান, সাইফুদ্দীন, মেহেদি, ওহি, রিফাত সহ অন্যান্য যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় দিদারুল আলম দিদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন মানবিক নেত্রী। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় তার দৃষ্টান্ত উদাহরণ হলেন তিনি। তার মানবিকতা থেকে বাদ যান না পথের ভিক্ষুকও। তাই আমাদের যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে দেশ গঠন ও মানবিকতার জন্য কাজ করতে হবে। তবেই সরকারের চলমান উন্নয়ন ও অগ্রগতির মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।