নগরে মাস্ক ছাড়া চলাফেরায় জরিমানা গুণলো ৯ জন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

করোনার স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাফেরার দায়ে ৯ ব্যক্তিকে এক হাজার ৬০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিভিন্ন স্থানে চলা এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
জানা গেছে, করোনার প্রকোপ ঠেকানোর অংশ হিসেবে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট, কেবি ফজলুল কাদের সড়ক, লালখান বাজার, গোলপাহাড় ও প্রবর্তক মোড়, চকবাজার ও চট্টেশ্বরী রোড এলাকায় চসিকের অভিযান পরিচালিত হয়। অভিযানে মাস্ক ছাড়া চলাফেরা করায় কয়েকজনে জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অভিযান পরিচালনাকালে করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চসিকের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে শিশু বক্তা মাদ্রাসায় তালা
পরবর্তী নিবন্ধমামুনুলভক্ত আরেক ছাত্রলীগ নেতার পদ গেল