সরকার পদত্যাগের এক দফা দাবিতে নগরে আজ শনিবার কালো পতাকা নিয়ে গণমিছিল করবে বিএনপি। বিকেল ৩টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে এ গণমিছিল হওয়ার কথা রয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্র ও নগরের সিনিয়র নেতারা অংশ নিবেন বলে জানা গেছে।
পতাকা মিছিল ‘সফল’ করতে গতকাল বিভিন্ন থানা ও ওয়ার্ডে প্রস্তুতি সভা হয়েছে। এর মধ্যে কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট ৩৬, ৩৭, ৩৮ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। এ সময় তিনি বলেন, হারানো গণতন্ত্র পুরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমান সরকারের দিন শেষ হয়ে এসেছে। চারদিকে এই ভোট ডাকাত সরকারের পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লায়ন ফারুক আহমেদের সভাপতিত্বে ও ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ সবুর, মো. সালাউদ্দিন, ইসমাইল খান, মো. জহুর, মো. ইউছুপ, মো. হোসেন, মাহবুবুল আলম বাচ্চু, ছৈয়দ মো. ওসমান, মো. হোসেন, নেজাম উদ্দিন, হুমায়ূন কবির সোহেল, আবু সাইদ হারুন ও শাহেদা খানম।