বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নগরে গণমিছিল করবে দলটি। আজ শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ গণমিছিল জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ওয়াসা মোড় থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমিছিলটিতে চট্টগ্রামবাসীকে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।