নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫০ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ও এর আগের দিন বৃহস্পতিবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোক্তার আলম, মো. কামাল হোসেন, মো. কোরবান আলী, হুমায়ুন কবির, মো. সাজন মিয়া, ইফরান উদ্দিন চৌধুরী, মো. আরকান উদ্দিন, এস এম আলমগীর রানা, মো. রাসেল, মো. ইসতিয়াক হাসান ইমন, নাজের উদ্দিন নুরু, মো. শাহাব উদ্দিন, মো. হাসান, মো. তানভীর, মো. আলামিন, মো. শফি আলম বাদশা, মোহাম্মদ আলী, মো. জুলহাস, মো. শাহীন আলম, মো. সোহেল, মো. হাসান, মো. সুমন, নিজামুল হক নিজাম, সাজ্জাদ আলম বাপ্পি, মো. এনামুল হক, আমিনুর রহমান সায়েম, মো. ইদ্রিস জীবন, মো. ওসমান গনি, মো. কায়সার হামিদ, মো. শফিকুল আলম, মো. শিপন, জাফর আহম্মেদ, মো. আবুল হোসাইন, মো. সানি, মো. রাব্বি হোসেন প্রকাশ হৃদয়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা, মো. তৌহিদুল ইসলাম, মো. আজগর আলী, মো. আলমগীর মো. জলিল সরদার, নিজামুল হক নিজাম, মো. হালিম, মো. আরিফুল ইসলাম রাবির, মো. খোরশেদ আলম, মো. শাহজাহান, আব্দুল্লাহ প্রকাশ লোকমান, শেখ আব্দুল মান্নান, মো. বেলাল হোসেন এবং মামুনুর রশিদ বাবু।
সিএমপি জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রেপ্তারকৃত ৫০ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।