নগরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

নতুন রোগী আরও ৫২ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। ৫ নভেম্বর নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ন চৌধুরী নামে ওই শিশুর মৃত্যু হয়। ১১ বছর বয়সী ওই শিশু নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিশুকে ৩১ অক্টোবর বেসরকারি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর হাসপাতালেই তার মৃত্যু হয় বলে জানান সুজন বড়ুয়া। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হলো চট্টগ্রামে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫ জনে।

পূর্ববর্তী নিবন্ধশান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা
পরবর্তী নিবন্ধসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ১০০ টাকা বেসরকারিতে ৩০০