নগরে গুঁড়ি বৃষ্টি, সাথে বজ্রপাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

নগরীতে গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া পূর্ভাবাসে জানা গেছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। তবে আজকেও একই রকম আবহাওয়া থাকতে পারে, কিছুটা কমতে পারে দিন এবং রাতের তাপমাত্রা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ উজ্জল কুমার পাল জানান, আজ বুধবার নদী অববাহিকার কোথাওকোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমলো ১ টাকা