নগরে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ১৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নগরে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। বড় একটি ব্যানারে প্রথম সারিতে আওয়ামী লীগ নেতাদের এবং নিচে সংস্কৃতি জগতের সাথে জড়িত বিভিন্ন জনের ছবি ছাপানো হয়েছে। ওই ছবিতে জুতা নিক্ষেপ করেন অনেকে। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরের চেরাগী পাহাড় মোড়ে ‘ফ্যাসিস্ট বিরোধী ছাত্রজনতা’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এতে চট্টগ্রামের আওয়ামী লীগের পলাতক নেতা আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাবর আলীর নাম ও ছবি রয়েছে। ছবি রয়েছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনারও। তাদের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি কর্মসূচিতে আওয়ামী বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অর্ধশত ইমাম ও মোয়াজ্জিনদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার শহীদ জিয়ানগর স্কুলে সততা স্টোর চালু