নগরে এলজিইডি ভবনে দুদকের অভিযান, নথি সংগ্রহ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় চলমান বিভিন্ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা, ঠিকাদারকে অগ্রিম বিল দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নগরীর সিডিএ এলাকায় থাকা এলজিইডি ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয়১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে।

দুদক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রামে এলজিইডির বিভিন্ন প্রকল্প চলমান। উক্ত প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজকালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণকৃত রাস্তা ও ব্রিজ কালভার্ট অল্প দিনেই ধসে পড়ে। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এমন অভিযোগটি দুদক প্রধান কার্যালয় থেকে পেয়ে আমরা এলজিইডি ভবনে অভিযান চালিয়েছি। অভিযানে বেশ কিছু নথি সংগ্রহ করেছি। কিছু নথি চাওয়া হয়েছে। সেগুলো পেলে যাচাইবাছাই করা হবে।

প্রকল্প এলাকায় সরেজমিনে যাবেন উল্লেখ করে তিনি বলেন, কোন প্রকল্পে সমস্যা সেটি নির্দিষ্ট নেই। আমরা তালিকা নিয়েছি। প্রাপ্ত নথি, তালিকা এবং সরেজমিনে সবকিছু পর্যালোচনা করব। এরপর প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএনবিআরকে ছাড়া আদানির সঙ্গে চুক্তি : আহমদ কায়কাউসের বিরুদ্ধে তদন্তে দুদক
পরবর্তী নিবন্ধসুন্দর সকালটা বিকেলে বিবর্ণ