নগরে ইয়াবাসহ রোহিঙ্গা দুই বোন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

তারা দুই বোন জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক। দীর্ঘদিন আগে বাংলাদেশে পালিয়ে এসে পরিচয় গোপন করে বানান ভুয়া ভোটার আইডি কার্ড। এরপর চন্দনাইশের দোহাজারীর বার্মা কলোনিতে আশ্রয় নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসলেও তারা মূলত মিয়ানমার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করত। শেষ রক্ষা হলো না। অবশেষে ইয়াবাসহ ধরা পড়লেন নগর গোয়েন্দা পুলিশের হাতে।
গত রোববার গভীর রাতে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকায় ইয়াবা বিক্রির সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার সদস্যদের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হন দুই বোন নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮)। আটক দুই বোন চন্দনাইশের দোহাজারী এলাকার বার্মা কলোনির মৃত নাজির হোসেনের মেয়ে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
সিএমপি ডিবি (উত্তর) বিভাগের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক। দীর্ঘদিন আগে তারা পুরো পরিবার বাংলাদেশে পালিয়ে এসে চন্দনাইশে স্থায়ীভাবে বসবাস করছে। তারা মিয়ানমার থেকে পালিয়ে আসলেও মিয়ানমার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করত।

পূর্ববর্তী নিবন্ধডা. এল এ কাদেরী স্মরণে চমেক নিউরোসার্জারি বিভাগে সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ