নগরে আরো ৫স্পটে করোনা বুথ স্থাপন

মেয়রের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

সিটি মেয়রের উদ্যোগে নগরের আরো পাঁচটি স্পটে করোনা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে হ্যান্ড মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। স্পটগুলো হচ্ছে বহদ্দারহাট পুলিশ বক্স, চিটাগাং শপিং কমপ্লেক্স, চকবাজার চক সুপার মার্কেট, সার্কিট হাউজের সামনে ও সিটি কর্পোরেশন শাহ আমানত সুপার মার্কেট।
গতকাল বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে করোনা বুথ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে ৪১টি ওয়ার্ডে করোনা বুথ স্থাপন করা হচ্ছে। এটা খুশির খবর। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা রক্ষায় ফ্রিতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রাপ্তি নিশ্চিতে প্রতি ওয়ার্ডে এই করোনা বুথ স্থাপন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো.মোস্তাফা কামাল চৌধুরী দুলাল ও সহকারী ইন্সপেক্টর অধির চৌধুরী, কামাল উদ্দিন, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোরশেদ আলম, হোসাইন আহমেদ রুবেল, মো. জাহেদ, মামুনুর রশীদ, গোবিন্দ দত্ত, মো. রতন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবহমান সময়
পরবর্তী নিবন্ধচীনের দৃষ্টিহীন পর্বতারোহীর এভারেস্ট জয়