দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর নগরে অবৈধ পশুরহাট যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অবৈধ হাট বসানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৬০ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে জানান, অভিযানে পাহাড়তলী ঝাউতলা বাজার সংলগ্ন মাঠে অবৈধ পশুরহাট, বায়েজিদ বোস্তামী রোডের এশিয়ান এগ্রো, চৌধুরী রেঞ্জ ও ইউনি ক্যাম্প নামের প্রতিষ্ঠান অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর প্রমাণ পায়। তাই প্রতিষ্ঠান চারটির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দিনের মধ্যেই পার্শ্ববর্তী হাটে কোরবানির
পশু নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল দৈনিক আজাদীতে ‘নগরে অনেক অবৈধ হাট উচ্ছেদে নেই তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।