নগরীর ২১ স্থানকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি

হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মানববন্ধন

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস, বাটালি হিল, জিলাপি পাহাড়, কোর্ট হিল এলাকা, সিআরবি, ডিসি হিল, সার্সন রোড, জাম্বুরী ফিল্ড, ফয়েজ লেক, বায়েজিদ লিংক রোড, উইমেন ভার্সিটি এলাকা, সি বিচ এলাকা, ঝাউতলা, নাসিরাবাদ সরকারি বালিকা বিদ্যালয়, গোলপাহাড়, প্রবর্তক, চট্টেশ্বরী, মেহেদীবাগ, ও আর নিজাম রোড, এম এম আলী রোড, কে বি ফজলুল কাদের রোডসহ ২১ এলাকাকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এতে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের দাবিও তুলেন নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আইনবিদ জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে ও মাহামুদুর রহমান শাওনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রবীণ মানবাধিকার কর্মী এডভোকেট সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, বাংলাদেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী এডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার নেতা এডভোকেট গোলাম মাওলা মুরাদ, পরিবেশকর্মী সুজন বড়ুয়া, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, লুৎফুন্নাহার রূপসা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন ও মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আহসান হাবীব বাবু। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবসার, লায়লা ইব্রাহিম বানু, ইউসুফ চৌধুরী, এডভোকেট মো. আবুল খায়ের, এডভোকেট হাসান আলী, কানিজ ফাতেমা লিমা, মোহাম্মদ জামাল উদ্দীন, দিলরুবা খানম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে হাইড্রোলিক হর্ন বিরোধ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সুজন বড়ুয়াকে মানবাধিকার পদক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোঁয়ারফাঁড়ি খালে ফের বাঁধ
পরবর্তী নিবন্ধশ্রীলংকার মধুর প্রতিশোধ এশিয়া কাপ