নগরীর কোতোয়ালী থানার মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান মোহাম্মদকে (৪৯) কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শাহজাহান কক্সবাজারের চকরিয়া উপজেলার পহারচাঁদা এলাকার খলিলুর রহমানের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন শাহজাহান। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। ৬ মাস পর জামিন নিয়ে তিনি আর আদালতে হাজির হননি। পলাতক অবস্থায় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ হয় এবং রায় ঘোষণা হয়। রায়ে অভিযুক্ত শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।