চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন বাগমনিরাম ওয়ার্ডের অন্তর্গত বেটারী গলি জনবহুল এলাকা হিসেবে সর্বত্র সুপরিচিত। সার্সন রোডে অবস্থিত মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর বাড়ি সংলগ্ন গলি হয়ে চট্টশ্বরী রোড (জে আই মাদ্রাসার মুখ) পর্যন্ত অভিহিত ‘বেটারী গলি’ দিয়ে প্রতিনিয়ত অগণিত পথচারী ও উল্লিখিত এলাকায় বসবাসরত অসংখ্য লোক যাতায়াত করে। বর্ণিত গলিতে অবস্থিত চট্টগ্রাম জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার ও নুর মঞ্জিলের মাঝামাঝি রাস্তার পাশে অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বেশ কয়েক বছর পূর্বে একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এ ট্রান্সফরমার হতে প্রায় সময়ে বিকট শব্দে আগুনের ঝলকানি বের হওয়ায় এলাকাবাসী চরম আতঙ্কে দিনযাপন করছে। তৎসময়ে বিকট শব্দ শোনে ও আগুনের ঝলকানি দেখে পথচারীদের চিৎকারে এলাকায় বিশেষ করে গভীর রাতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হওয়া ছাড়াও সম্পূর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মচারীগণ এসে লাইন ঠিক না করা পর্যন্ত উল্লিখিত এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে। এই ট্রান্সফরমারটি অনেক পুরাতন হওয়ায় ও এটি হতে ক্যাপাসিটির অতিরিক্ত বিদ্যুৎ লাইন দেয়ায় বিকট শব্দে আগুনের ঝলকানি বের হয় মর্মে জানা গেছে। এছাড়া যে কোন সময়ে উল্লিখিত ট্রান্সফরমার বিস্ফোরিত হলে জান–মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। উল্লেখ্য যে, এ গলির অনেক পোস্টের লাইট প্রায় সময়ে ফিউজ থাকায় রাতের বেলায় বিশেষ করে বৃদ্ধ–শিশু–মহিলাদের যাতায়াত করা অনেক ঝুঁকিপূ্র্ণ ও কষ্টকর হয়। এ সুযোগে মাঝে মধ্যে ছিনতাইয়ের অভিযোগও পাওয়া যায়।
এমতাবস্থায়, খুব সহসা উল্লিখিত ট্রান্সফরমার পরিবর্তনপূর্বক বর্ণিত সমস্যা সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করছি। অন্যথায় ভবিষ্যতে সংঘটিত যে কোনও অঘটনের সকল দায়–দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই বর্তাবে।
মোহাম্মদ ওয়াহিদ মিরাজ
জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার,
বেটারী গলি, চট্টগ্রাম।