চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এতিম ও মেধাবী শিক্ষার্থী যারা শিক্ষা উপকরণ ও ছাতার অভাবে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না তাদের তালিকা করে তাদের মাঝে গতকাল রবিবার বিকালে ছাতা বিতরণ করা হয়।
ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুচ্ছফা (ছফা)। শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, শিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান, গবেষক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম প্রমুখ।
ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ নুরুচ্ছফা (ছফা) মানবতার কল্যাণে কাজ করতে ও শিক্ষা বিস্তারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।