নগরীর প্রবর্ত‌ক মোড়ে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মো‌ড় এলাকায় পড়েছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ। যেটি পাহারা দিতে দেখা যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাই‌টির স্বেচ্ছাসেবকরা।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের বদনা শাহ সংলগ্ন রাস্তার দ্বারে পড়ে‌ছিল লাশ‌টি। সেখানে ট্রা‌ফিকের দা‌য়িত্ব পালন করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাই‌টির স্বেচ্ছাসেবকরা লাশ‌টি দেখতে পেয়ে থানা পু‌লি‌শকে জানা‌য়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাই‌টির এক স্বেচ্ছাসেবক বলেন, দা‌য়িত্ব পালন করা অবস্থায় তাকে দেখতে পেয়ে কয়েক‌টি থানা পু‌লিশকে খবর দেয়া হয়। কিন্তু এখনো কোন থানা পু‌লিশ আসে নাই। আমরা পাঁচজন লাশ‌টি পাহারা দি‌চ্ছি।

এ‌টি একটি ছেলের লাশ বলে জানা গেছে। যার বয়স ২৪/২৫ বছর হতে পারে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এখন চাই লাশ‌টি পুলিশ এসে নিয়ে যাক।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ২ কেজি আইস ও বিদেশি মদসহ ৭ মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধচুয়েট উপাচার্যের পদত্যাগ, ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি