নগরীর দেওয়ান হাটে গ্যারেজে আগুন

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের দেওয়ান হাট মোড় এলাকায় আগুনে পুড়লো একটি মোটর গ্যারেজের দোকান। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১২টর দিকে দেওয়ান হাট মোড় এলাকায় আরমান হোটেলের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের মোবিলাইজার কফিল উদ্দিন। তিনি বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে মোটর গ্যারেজ কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় যুবকের আত্মহত্যা