নগরীর দুই স্থানে সড়কে ভেঙে পড়ল দুটি গাছ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন আমবাগান এবং কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড স্কুলের সামনে সড়কে গাছ ভেঙে পড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ সময় বন্ধ হয়ে যায় চলাচল। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। গতকাল রোববার সকাল ১০টা এবং দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, আজ (গতকাল) সকালে আমবাগানে একটি শিরীষগাছের ডাল ভেঙে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়। আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। অপরদিকে রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকায় আরেকটি গাছ ভেঙে পড়ে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নূরুন নাহার
পরবর্তী নিবন্ধছাত্রদল নেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগ বৃথা যায়নি