বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে জোয়ার ও উজানের পানিতে চট্টগ্রাম নগরীর বেশীরভাগ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে সড়কের ওপর কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি দেখা যায়। নগরীর জলাবদ্ধতা দূরীকরণের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, মুরাদপুর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, বহদ্দারহাট, ২নং গেইট, চকবাজার, ফুলতলা, কেবি আমান আলী সড়ক, বায়েজিদ, প্রবর্তক মোড়, ওমর আলী মাতবর রোড, বাড়াই পাড়া, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, হালিশহর আবাসিক এলাকা, ইসপাহানী একে খান, ইপিজেড ও পতেঙ্গাসহ বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার ব্যবসায়ী, বস্তিবাসী ও গরীব জনসাধারণ। বিগত দুর্নীতিবাজ পতিত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার পানিবন্দি মানুষের দুঃখ দুর্দশা ও দুর্ভোগ দূর করতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ১৪ হাজার কোটি টাকার বেশী ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলমান। খাল পুনঃখনন, সমপ্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতি। ফলে স্বল্প বৃষ্টির পানিতে মানুষের বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট তলিয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। মহানগরীর এই জলাবদ্ধতা দূরীকরণে বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












