নগরীর উন্নয়ন নিশ্চিতে গৃহকর দেয়ার আহ্বান মেয়রের

প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করলে দমন করব

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর উন্নয়ন নিশ্চিতে নাগরিকদের গৃহকর দেয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে রাজস্ব বিভাগের ১, ৭ ও ৮ নং সার্কেল এর ওয়ার্ড/মহল্লা সমূহের বিপরীতে ‘পি’ ফরমে প্রাপ্ত আপত্তি সমূহ নিস্পত্তির লক্ষ্যে গঠিত রিভিউ বোর্ডের শুনানিতে এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে রাজস্ব আদায় করে তা দিয়ে নগরীর সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া এই রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৬টি স্বাস্থ্যকেন্দ্রসহ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়। এ জন্য চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে নাগরিকদের গৃহকর দেয়ার আহ্বান জানাচ্ছি। নাগরিকদের রাজস্ব প্রদানে যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সে জন্য রিভিউবোর্ড বসিয়ে নাগরিকদের রাজস্ব যৌক্তিককরণ করা হয়েছে। তবে, ধনী শ্রেণীর অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান। প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করব।

রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রভাবশালীদের কোন চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন আমি তা গ্রাহ্য করব না। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোন প্রভাবশালী ব্যক্তি আপনাদের কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাব। আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন।

রিভিউ বোর্ডে ১ নং সার্কেলের ৩৪ জনের, ৭ নং সার্কেলের ৭০টি এবং ৮নং সার্কেলের ৩৫ জনের আপিল শুনানি হয়। রিভিউ বোর্ডে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ রিভিউ বোর্ডের সদস্যবৃন্দ এবং রাজস্ব বিভাগের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাস রেলওয়ে কলোনিতে যুবকের অর্ধগলিত লাশ
পরবর্তী নিবন্ধসঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমৃত্যু পুনঃবিনিয়োগের সুবিধা