নগরীতে ৯ মে সেমিনার ও ১০ মে সমাবেশ সফল করার আহ্বান

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

দেশের তারুণ্যের কর্মসংস্থান, শিল্পায়ন এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ্যোগে নগরে দুই দিনব্যাপী সেমিনার ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে আগামী ৯ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পরদিন ১০ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আয়োজন করা হবে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে।

কর্মসূচি সফল করতে গতকাল মঙ্গলবার সকালে নগরের আগ্রাবাদ হোটেলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় যৌথসভা অনুষ্ঠিত হয়। একইস্থানে বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম বিভাগীয় যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে এবং একটি গতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে গৃহীত কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বহুমাত্রিক শিল্পায়নের প্রসার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আসন্ন সেমিনার ও সমাবেশকে সফল করতে তারা সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি’র যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কঙবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলো, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, কঙবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

এদিকে বিকেলে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এসময় তিনি বলেন, আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়। যুবদের শক্তির আশ্রয়ে পৃথিবীকে বদলে দিতে চাই যুবদের সঠিক পথে চালিত করার দিকনির্দেশনা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম যুবদের মধ্যেই সর্বদা লুকায়িত সব বাধাবিপত্তি, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জীবিত শক্তি।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বৃদ্ধের প্রজ্ঞা, পরামর্শ আর যুবদের শক্তি একটি জাতির সমৃদ্ধি অর্জনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে থাকে। তাই বলা হয়, ‘যুবকই শক্তি, যুবকই মুক্তি’। পৃথিবীর যত মহৎকর্ম সাধিত হয়েছে, মুক্তির উদ্যম হাওয়া যত প্রান্তর বেয়ে প্রবাহিত হয়েছে তার প্রত্যেকটির পেছনে অসামান্য অবদান রয়েছে যুবদের।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, আজকের যুবকেরা সমাজবিজ্ঞানের অনেক যুগান্তকারী আবিষ্কারের সুফল পাচ্ছেন। বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের প্রভাবের কারণে ঘরে বসেই এখন সহজেই সবকিছু হাতের নাগালে পাওয়া যাচ্ছে। একদিকে তারা যেমন এই পৃথিবী থেকে অনেক আধুনিক যুগের সুবিধা নিচ্ছে তেমনি তাদেরও দেওয়ার মতো অনেক দায়বদ্ধতা আছে।

পূর্ববর্তী নিবন্ধঅত্যাধুনিক যন্ত্রপাতি নেই, তবুও কন্টেনার হ্যান্ডলিংয়ে চমক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কেটে খালের গতিপথ পরিবর্তন