নগরীতে ৪৭টি অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারি রিক্সা জব্দ

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৮:৩৩ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সড়কে অবৈধভাবে চলাচলরত গ্রাম সিএনজি ও ব্যাটারি রিক্সাসহ মোট ৪৭টি গাড়ি আটক করেছে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ।

আজ মঙ্গলবার (৯ জুলাই) চান্দগাঁও কাপ্তার রাস্তার মাথা ও বায়েজিদ বোস্তামী থানাধীন হাটহাজারী সড়কে চট্টগ্রাম মহানগরে প্রবেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এসব গাড়ি জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিএমপির উত্তর ট্রাফিক সহকারী পুলিশ কমিশনার শরিফুল আলম। তিনি বলেন, সড়কে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযানটি পরিচালনা করা হয়।

এ অভিযানে ১৮টি গ্রাম সিএনজি, ১৭ টি ব্যাটারি চালিত রিক্সা, ১০টি টেম্পু ম্যাক্সিমা ও দুইটি মোটরসাইকেলসহ মোট ৪৭ টি গাড়ি আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে চারজন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের মামলা করা হয়।

অভিযানে অংশ নেযন টিআই বাইজিদ সুশোভন চাকমা, টিআই মোহরা মোঃ কামরুজ্জামান রাজ সহ সার্জেন্ট ও ট্রাফিক সদস্যবৃন্দ।

অভিযানের বিষয়ে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জয়নুল আবেদীন বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। ফিটনেসবিহীন অবৈধ মহানগরের প্রবেশ নিষিদ্ধ গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ‘ছেলেধরা’ সন্দেহে ব্যবসায়ীকে গণপিটুনি
পরবর্তী নিবন্ধরাঙামাটি শহরের মুদি দোকানে ‘বার্মিজ পাইথন’