নগরীতে ৪ মামলায় ২২ হাজার টাকা জরিমানা, ৩ যান ডাম্পিংয়ে

বিআরটিএ’র অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে নগরীতে অভিযান চালিয়ে ৪টি মামলা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত১২। এ সময় ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এ ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বাকলিয়া ও আগ্রাবাদ অ্যাঙেস রোড এলাকায় অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত১২ এর অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

অভিযানকালে বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং সেখান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অনিয়মের কারণে একটি বাস, একটি প্রাইভেট কার এবং একটি হিউম্যান হলার জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক কারাগারে
পরবর্তী নিবন্ধবাকলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় অধিগ্রহণ করবে চসিক : মেয়র