কোটা সংস্কার আন্দোলন ঘিরে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২১ টি মামলার মধ্যে ১৫ টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। এতে জড়িত নন উল্লেখ করে ৬০৭ জন আসামির অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তারা আদালতের প্রসিকিউশন বিভাগে উক্ত ১৫ টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
সিএমপি সূত্র জানায়, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া ১৫ টি মামলার মধ্যে কোতোয়ালী থানার পাঁচ, পাঁচলাইশ থানার চার, বাকলিয়া ও আকবর শাহ থানার একটি করে দুটি, চান্দগাঁও এবং খুলশী থানার দুটি করে চারটি মামলা রয়েছে। পুলিশের উপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের হয়। শীঘ্রই বাকী ছয়টি মামলাতেও আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।