নগরীতে ১৪ লক্ষ টাকার অবৈধ সয়াবিন তেল জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাটের সুইচ গেট খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় শুল্ক কর ফাঁকি দিয়ে লাইটার জাহাজ হতে অবৈধ সয়াবিন তেল সংগ্রহের সময় ৭ হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জ হাওরে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল বাঁশখালী উপজেলা প্রশাসন