নগরীতে ১২ হাজার ইয়াবা জব্দ রোহিঙ্গাসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরীতে পৃথক অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। গতকাল নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম-বন্দর) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আব্দুর শুক্কুর (২৭), সাব্বির আহমেদ (৩৪) ও মোহাম্মদ ইউনুস।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক জানান, বুধবার ভোর সাড়ে ৫টায় ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় ৭ হাজার পিস ইয়াবাসহ আব্দুর শুক্কুরকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাব্বির আহমেদ ও মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদের মধ্যে সাব্বির বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোজাহার মিয়ার ছেলে। অন্যদিকে ইউনুস টেকনাফের তুলাতলী এলাকার মৃত মোহাম্মদ হোছেনের ছেলে। এ ঘটনায় বাকলিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোন দেশে ধর্ষণের কি সাজা
পরবর্তী নিবন্ধএকাডেমির নামে কি হচ্ছে?