নগরীর সদরঘাট এলাকায় হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ অক্টোবর বিকেল ৪ টায় প্রথমিক বিদযালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য, শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। শিক্ষাসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা বেতনে পডালেখা ও বিনামূল্যে পাঠ্যপুস্তকের দায়িত্ব নিয়েছেন সেখানে সমাজের বিত্তবানরা তাদের শিক্ষাসামগ্রীর দায়িত্ব নিলে প্রান্তিক জনগোষ্ঠীর আরও সুবিধা হবে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে। প্রেস বিজ্ঞপ্তি।