নগরীতে হবে দেশের প্রথম প্রাকৃতিক রাবার মেলা

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্পপণ্য মেলা। আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিতব্য মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য। বাংলাদেশ রাবার বোর্ড এ মেলার আয়োজন করছে।
জানা যায়, মেলায় প্রাকৃতিক রাবার চাষের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারগণ এবং রাবারভিত্তিক শিল্প প্রতিষ্ঠানসমূহ অংশগ্রগহণ করবে। মেলায় নানা আকর্ষণের মধ্যে থাকবে- সেমিনার, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, রাবার চাষ ও শিল্পপণ্য ভিত্তিক ভিডিও প্রদর্শন এবং শিল্পপণ্যের সমাহার। প্রদর্শনীর সঙ্গে থাকবে ক্রয়-বিক্রয়ের সুযোগ। মেলায় রাবার নিয়ে বিশেষ চারটি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে আছে- প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্প পণ্য ও এর গুণগত মান, রাবার চাষ : আন্তর্জাতিক প্রেক্ষিত ও বাংলাদেশ, বাংলাদেশে রাবার চাষ : সমস্যা ও সম্ভাবনা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে রাবার চাষের ভূমিকা। এ বিষয়ে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, দেশে প্রথমবারের মত রাবার মেলা হতে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাবার পণ্যের পরিচিতি, প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করব। মেলায় ৫০টি স্টল থাকবে। আশা করি, সবার সরব অংশগ্রহণে মেলা সফল হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
পরবর্তী নিবন্ধরেলওয়ের অফিস কর্মচারী পরিষদের ৮ দফা দাবিতে মিছিল সমাবেশ