নগরের কদমতলী ফ্লাইওভারে লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হাবিবুর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান সরাইপারা ১২ নম্বর ওয়ার্ডের ঝর্ণা পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি বেসরকারি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে কদমতলী ফ্লাইওভারে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী হাবিবুর রহমান মারা যায়। সেখান থেকে উদ্ধার করে দুপুর দুইটার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে।’