চট্টগ্রাম নগরীর রিক্সা ও প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে রিক্সা চালক ও এক মহিলা গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ী বিএনপি পার্টি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজীর দেউরী থেকে লাভ লেনের দিকে যাচ্ছিল কারটি। ঐদিকে উল্টো পথে আসছিল রিক্সাটি। পাটি অফিসের সামনে কার ও বিক্সা মুখামুখি সংঘর্ষ হয়। রিক্সায় যাত্রী ছিলনা। কার চালক ছিলেন মহিলা। আহত অবস্থায় দুইজনকে দ্রুত চমেকে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই সেলিম বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসেছি, তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। গাড়িটি থানায় পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়াদুল হক বলেন, আহতরা চিকিৎসা নিচ্ছেন, গাড়িটি আটক করা হয়েছে। গাড়িটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে।
চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম বলেন, এই ঘটনায় আহত আবস্থায় একজনকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তিনি রিক্সা চালক।