নগরীতে মানসিক ভারসাম্যহীনদের মাঝে হুইল চেয়ার বিতরণ

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানসিক ভারসাম্যহীনদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বাদশাহর আয়োজনে বৃহস্পতিবার হুইল চেয়ার, শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলা প্রসাশক মমিনুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আ জ ম জামশেদ খোন্দকার, চট্টগ্রাম জেলা এডাবের সভাপতি জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম জেলার সহ সভাপতি আলী সিকদার ও চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় সমন্বয়ক নিবেদিতা চাকমা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদী ক্রীশা, চট্টগ্রাম জেলা নাজির জামাল উদ্দিন, ভবঘুরে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এম এ মারুফ, লায়ন মো. ইব্রাহিম, আনোয়ার হোসেন মামুন, বদরুল ইসলাম, আরমান, মুন্নি আকতার, মো, নুরু, এরশাদুল ইসলাম, শাহারাত উদ্দীন রাজু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসামাজিক কাজে জড়িত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১০
পরবর্তী নিবন্ধআল ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন সালানা জলসা