নগরীতে মধ্যরাতে বজ্রসহ ভারী বর্ষণ

মুরাদপুর, ২ নম্বর গেইটসহ নিম্নাঞ্চলে হাঁটুপানি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতে না কাটতেই গতকাল মধ্যরাতে নগরীতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে নগরীর কাপাসগোলা, মুরাদপুর ও ২ নম্বর গেইট সহ বেশকিছু নিচু এলাকায় পানি জমে যায় বলে স্থানীয়রা ফোন করে জানিয়েছেন। রাত পৌনে ১টায়ও এসব এলাকায় হাঁটু সমান পানি ছিল। এদিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সাথে শুরু হয় দমকা হাওয়াও। হঠাৎ করে দমকা হাওয়ার ছোবলে ফুটপাতের ভাসমান দোকানগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক বাসাবাড়ির টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। অনেক এলাকায় গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে রাস্তায়।

গতকাল রাত পৌনে ১২টায় হঠাৎ করে নগরীতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। একের পর এক বজ্রপাত, সাথে দমকা হাওয়া এবং ভারী বর্ষণে রাস্তাঘাটে চলাচলরত মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। বৃষ্টি চলাকালীন কাপাসগোলা, মুরাদপুর ও ২ নম্বর গেইট থেকে বেশ কয়েকজন স্থানীয় দোকানদার এবং স্থানীয় বাসিন্দা আজাদীতে ফোন করে পানি জমে যাওয়ার কথা জানান।

এদিকে ভারী দমকা হওয়ায় অনেক এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। বাতাস বন্ধ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ভারী বৃষ্টিসহ বজ্রপাত প্রায় আধ ঘন্টার মতো স্থায়ী ছিল।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন রুপালি পর্দার মিয়া ভাই ফারুক
পরবর্তী নিবন্ধচবির ভর্তিযুদ্ধ শুরু আজ