নগরীতে মধ্যরাতে পুড়ল বাস, পুলিশ বলছে যান্ত্রিক ত্রুটি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে হঠাৎ সোমবার মধ্যরাতে এক বাসে আগুন ধরে যায়। তবে এটি কোনো নাশকতা নয় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে আলিফ হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ দৈনিক আজাদীকে বলেন, মধ্যরাতে একটা বাসে আগুন ধরার ঘটনা ঘটে। তবে আমরা খতিয়ে দেখেছি এটি কোন নাশকতা নয় যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ভিতরে আগুন ধরেছে। বাসের সব জানালা বন্ধ ছিল, বাহির থেকে কোন আগুন ধরেনি। আধা ঘন্টা আগে বাসটি দাঁড় করানো হয়েছিল ঐ জায়গায়।

বাসের সব দরজা জানালা বন্ধ থাকার কারণে হয়তো গরমে আগুন লেগেছে। এই এলাকায় এরকম অনেক গার্মেন্টস এর বাস দাঁড়ায়। ঘটনাস্থলে সিসি ক্যামরা ফুটেজ আছে, আপনারও চাইলে তদন্ত করে দেখতে পারেন। এটি খুবই ব্যস্ততম জায়গা, অনেক দোকানপাট আছে। দোকানের ১০ গজ দূরে বাসটি রাখা হয়েছিল। রাখার আধা ঘন্টা মধ্যে বাসে আগুন ধরে যায়।

আমরা মালিকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আধা ঘন্টা আগেই ড্রাইভার হেলপার তার গাড়ির দৈনিক ইনকামের টাকা বুঝিয়ে দিয়ে বাসটি এই জায়গায় দাঁড় করিয়ে জানালা দরজা বন্ধ করে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধসাইকেল চুরি করে অনলাইনে বিক্রি
পরবর্তী নিবন্ধএনজিওকর্মীর আড়ালে রোহিঙ্গা শিবিরে অস্ত্র পাচার