চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন সিকদার (৩০) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে থানা সূত্রে নিশ্চিত করা বলা হয়েছে, ভোরে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন সিকদার চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন মনেয়াবাদ, পুরানগড়, মোস্তফার বাপের বাড়ির নুরুল ইসলাম সিকদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ওই যুবক চলতি বছর সেপ্টেম্বরের ৪ তারিখ চান্দগাঁও থানার আসামি। চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।