নগরীতে দ্বিতীয় দফায় ভোটার হালনাগাদ শুরু ১ সেপ্টেম্বর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে দ্বিতীয় দফায় আগামী ১ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। দ্বিতীয় দফায় ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডবলমুরিং, চান্দগাঁও, বন্দর ও পাঁচলাইশ- এই চার জোনের ওয়ার্ড সমূহে বসবাসকারী নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবেন তথ্য সংগ্রহকারীরা।
ডবলমুরিং জোনের তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। চান্দগাঁও জোনে তথ্য সংগ্রহের পর ভোটারদের ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। বন্দর জোনে তথ্য সংগ্রহের পর ভোটারদের ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। পাঁচলাইশ জোনের ভোটারদের তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ২৭ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত।
এই ব্যাপারে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ডবলমুরিং, চান্দগাঁও, বন্দর ও পাঁচলাইশ জোনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে এর আগে গত ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত কোতোয়ালী ও পাহাড়তলী থানাধীন ওয়ার্ড সমূহে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, কোতোয়ালী জোনে তথ্য সংগ্রহের পর ছবি তোলাসহ রেজিস্ট্রেশন শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। পাহাড়তলী জোনের তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার আসামি মনিরের আদালতে জবানবন্দি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আলী স্টিল শিপ ইয়ার্ড ছাড়তে হবে দখলদারদের