নগরীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা উদ্বোধন

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ‘খুদে বিজ্ঞানীদের আবিষ্কার, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্যাগে (বিসিএসআইআর) নগরীতে তিনদিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণা কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আকৃষ্ট করতে চট্টগ্রামের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা শতাধিক প্রকল্প নিয়ে এ মেলায় অংশ নিয়েছে। পরিবেশ দূষণ, উপকূলীয় বেড়িবাঁধ রক্ষা, নদীভাঙন রোধ, পানি পরিশোধন, স্যাটেলাইট শহর প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনসহ সমসাময়িক সমস্যা সমাধানের কৌশল নিয়ে উদ্ভাবিত প্রযুক্তি মেলায় উপস্থাপন করছেন খুদে বিজ্ঞানীরা। খবর বাসসের।

বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণার পরিচালক ড. মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরর চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখ ও বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরর সচিব ও সদস্য (অর্থ) শাহ আবদুল তারিক, শুভেচ্ছা বক্তব্য দেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. দীপংকর চক্রবর্তী।

বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বিসিএসআইআর স্কুল, বিএফএ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, সিটি কর্পোরেশন কুলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, বিজ্ঞান ক্লাবসহ ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান, ৭৫টি স্টল ও ১৫০টি প্রজেক্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় তাদের উদ্ভাবিত গবেষণা প্রকল্পগুলো প্রদর্শন করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখ বলেন, দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। এ ধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ রূপান্তরে মাদরাসা শিক্ষার্থীদের সারথী হতে হবে
পরবর্তী নিবন্ধরোহিঙ্গারা ফাঁকফোকর দিয়ে বের হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী