নগরীতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নগরীর চেরাগী মোড়ে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি টিকলু কুমার দে এবং সঞ্চালনায় ছিলেন জেলা কোষাধ্যক্ষ তানভীর ইলাহি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সংসদের সহকারী সাধারণ মো: অর্ণব, সাংস্কৃতিক সম্পাদক দীপ্ত নূর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শিরিন আক্তারসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং সংহতি বক্তব্য রাখেন যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমান বন্দরে হজ্বযাত্রীদের হয়রানি না করার আহ্বান