নগরীতে করোনায় আরো একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

নগরীতে করোনায় আক্রান্ত হয়ে মুজিবুর রহমান নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা গেছে, নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা মুজিবুর রহমান করোনা ছাড়াও ডায়াবেটিস এবং জটিল রোগে আক্রান্ত ছিলেন। ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তিনজনই শেভরন ডায়াগনস্টিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলায় ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া কোভিড আক্রান্ত হয়ে নিহত ৯ জনের মধ্যে ৪ জন নগরের, ৪ জন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধ২২ জুলাই : ৪ দফা দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম