নগরীতে একদিনে অজ্ঞাত দুই লাশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবা এবং পাঁচলাইশ থানাধীন বাদুরতলা শাহ আমানত হাউজিং সোসাইটির পাশের চাক্তাই খাল থেকে অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ আজাদীকে জানান, গতকাল ২ ডিসেম্বর বুধবার বেলা দুইটা ২০ মিনিটের দিকে জোড় ডেবা থেকে এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহের পরিচয় শনাক্ত করতে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন সিআইডির কর্মকর্তারা।
এদিকে পাঁচলাইশ থানার এসআই খন্দকার মো. আব্দুল মোতালেব আজাদীকে জানান, গত ১ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে বাদুরতলা শাহ আমানত হাউজিং সোসাইটি সংলগ্ন চাক্তাই খাল থেকে প্লাস্টিকের বস্তা বন্দি আনুমানিক ২০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩/৪ দিন আগের। হাঁটু ভাঁজ করা, হাত ও কোমড়ের সাথে ওড়না দিয়ে বাঁধা, শাড়ি প্যাঁচানো। কপালের পাশে ভারি বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। বাম কানের নিচে ঝলসানো।

পূর্ববর্তী নিবন্ধ১২ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে কার্যাদেশ বাতিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উপজেলা-পৌরসভা পেল ২ কোটি ৬৯ লাখ টাকা