চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ২৭ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৩ জন পুরুষ ও ১৪ জন মহিলাসহ সর্বমোট ২৭ জনকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ননএফআইআর প্রসি. দাখিল করা হয়েছে।









