স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ডিজিটাল সেবা কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রবি ও চসিকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। টাইগার পাসের নগর ভবনে মেয়র রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি সই করেন।
অনুষ্ঠানে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, তখন অনেকের এটি সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু এখন সেটি বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সুন্দর নগরী প্রতিষ্ঠা করতে হলে শব্দ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সৌন্দর্য বর্ধন এগুলোর আধুনিকায়ন দরকার। বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে তাদের নগরগুলোকে স্মার্ট নগরীতে রূপান্তর করছে, আমাদরও সেইভাবে এগিয়ে যাওয়া উচিত।
চুক্তির আওতায় নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে চসিকের ১শ’টি ল্যাম্পপোস্টে সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের পরিকল্পনা রয়েছে। আরো রয়েছে নাগরিক নিরাপত্তার জন্য স্মার্ট সিটি সার্ভাইলেন্স বা ডিজিটাল নজরদারির ব্যবস্থা স্থাপন করা। এছাড়া রবি স্মার্ট সিটি ইন্টারনেট অব থিংসের আওতায় স্মার্ট এনভায়রনমেন্ট, স্মার্ট স্ট্রিট ল্যাম্প, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা এবং শব্দ দূষণ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। নাগরিক সুবিধার জন্য রয়েছে রবি স্মার্ট পার্কিং সুবিধা, শিক্ষার্থীদের জন্য রবি শাটল সেবা এবং ডিজিটাল ডিসপ্লে স্থাপন করার পরিকল্পনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের চিফ এক্সিকিউটিভ অফিসার কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, চিফ রেভিনিউ অফিসার নজরুল ইসলাম, সেক্রেটারি খালেদ মাহমুদ, চিফ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মেয়রের পিএস মোহাম্মদ আবুল হাসেম এবং সুপারিনটেনড ইঞ্জিনিয়ার (পাওয়ার) ঝুলন কুমার দাশ। আরো উপস্থিত ছিলেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল, কর্পোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান এবং চট্টগ্রাম এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।