নগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও অনেকে আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ শোকাবহ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গতকাল মঙ্গলবার বাদ আছর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। এ শোকাবহ সময়ে নেতাকর্মীরা দেশবাসীকে মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, এস. এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শফিকুর ইসলাম স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য আবুল হাশেম, কামরুল ইসলাম, অধ্যাপক নুরুল আলম রাজু, মোহাম্মদ জাফর আহম্মদ, . কে. খান, হানিফ সওদাগর, মো. আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের অভিষেক
পরবর্তী নিবন্ধনিহতদের রুহের মাগফিরাত কামনায় বিভিন্নস্থানে দোয়া মাহফিল