নগর পুলিশের সিআরটি টিমকে প্রশিক্ষণ দেবেন এফবিআই ও নেভি সীলের কর্মকর্তারা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

জঙ্গি, মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে গঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ইউনিট সদস্যদের মেন্টরশিপ ট্রেনিং কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে দামপাড়া পুলিশ লাইনে শুরু হয়েছে গত মঙ্গলবার। দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট, এন্টি টেররিজম এসিস্টেন্স (এটিএ) প্রোগ্রামের আওতায় এতে সিআরটি টিমের ২৪ সদস্য প্রশিক্ষণ নেবেন। মাসব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই, সোয়াত কমান্ডার, নেভি সীলের প্রশিক্ষকরা।
জঙ্গি দমন, সন্ত্রাস দমন, বন্দী জিম্মিদের উদ্ধার করা সহ বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহ ইউনিট হিসেবে সিআরটি গঠিত হয়। সিএমপির জনসংযোগ শাখা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর খোশরোজ সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবির নৈতিক পর্যালোচনা কমিটির প্রথম সভা