নগর ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি ঢাকা বিমানবন্দরে আটক

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর বাংলানিউজের।

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে সংঘর্ষে জড়ানোর পর নুরুল আজিম রনি আলোচিত হন। তিনি ঢাকায় হাসপাতালে আহত ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে বিদেশ পাড়ি দেয়ার চেষ্টাকালে তাকে এয়ারপোর্টে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, নুরুল আজিম রনি বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিই প্রথম কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঅন্তর্র্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগ