নগর ছাত্রদলের পক্ষে গতকাল রোববার মাস্ক বিতরণ করা হয়। নগরীর কোতোয়ালী মোড় থেকে শুরু করে লালদীঘির পাড়, হকার মার্কেটের মুখ থেকে বক্সিরহাট, আন্দরকিল্লা পর্যন্ত মাস্ক বিতরণ করে নগর ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল, ছাত্রদল নেতা মোহাম্মদ হানিফ, নারী ও শিশু অধিকার ফোরামের দপ্তর সম্পাদক সাজ্জাদ খান, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন, মো. জলিল, সুব্রত আইচ, মো. রুবেল, মো. ইব্রাহিম, মো. মোরশেদ, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রায় একহাজার মাঙ বিতরণ করা হয় সাধারণ পথচারী, রিকশা চালক, সিএনজি চালক, ফুটপাতের ব্যাবসায়ী সহ সাধারণ নগরবাসীর মাঝে। প্রেস বিজ্ঞপ্তি।