নগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হয়েছেন এইচ এম আসিফ চৌধুরী লিমন। তিনি এতদিন নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গতকাল কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে লিমনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে যুগ্ম আহ্বায়ক এইচ এম আসিফ চৌধুরী লিমনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন দেন।
প্রসঙ্গত, গত শনিবার বন্দর থানার ৩ নম্বর ফকিরহাট গোসাইলডাঙ্গা এলাকার বাসা থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে চারটি মামলার পরোয়ানা ছিল।
এদিকে গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪ এর আদালতে এইচ এম আসিফ চৌধুরী লিমনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা
হয়েছিল। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্তানাধীন। ধর্ষণ মামলার আসামিকে নগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ায় সমালোচনা করছেন অনেকে।